নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় প্রতিপক্ষের হাতে নিহত সৌদি প্রবাসী জুয়েল এর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। শনিবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর চৌরাস্তা এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নিহতের মা,বাবা ও ভাই এলাকাবাসী।
বক্তারা বলেন,সৌদি প্রবাসী জুয়েল গত দুই মাস আগে বাংলাদেশে আসে।তাকে স্থানীয় আলিম, ইলিয়াস, ডালিম, শাহজালাল গংরা নিশংস ভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে খুনিরা। এসময় তার বাম হাত গোড়াথেকে কেটে নেয় আলিম। হাত ছাড়াই লাশ দাফন করার তিনদিন অতিবাহিত হলেও কাটা হাত উদ্ধার ও মামলার কোন আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে মদনপুর-নরসিংদী ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ তাদেরকে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।