মেহেদী হাসান শুভঃ বছরের প্রথম এল-ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ২-১ গোলে জয়।
রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথম অর্ধেই ম্যাচ নিজেদের করে নিয়েছে। প্রথম অর্ধেই রিয়াল মাদ্রিদের কাউন্টার এট্যাক ছিল চোখ জুড়ানো। ম্যাচের ১৩ মিনিটে বেঞ্জেমার অসাধারণ ব্যাক হিল ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। তার কিছুক্ষন পর ম্যাচের ২৭ মিনিটে টনি ক্রসের ফ্রিকিকে ২-০ গোলের লিড নেয় রিয়াল। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটি এট্যাক যেন গোল হওয়ার মত ভাব কিন্তু ফিনিসিংয়ের অভাব।
ম্যাচের দ্বিতীয় অর্ধে বার্সেলোনা নিজেদের স্বরুপে ফেরার চেষ্টা চালিয়ে যায়। ম্যাচের ৬০ মিনিটে মিনগোয়েজা গোলে এক গোল পরিশোধ করে বার্সেলোনা৷ দ্বিতীয় অর্ধে একের পর এক কাউন্টার এট্যাক চালিয়েও গোল্ডেন টাচটা আর হয়ে ওঠেনি। সেই সুবাদে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পায় বার্সেলোনার সাথে।
যেহেতু খেলাটা এল-ক্লাসিকো তর্ক-বিতর্ক থাকবেই বার্সা-রিয়াল ফ্যানদের। এই ম্যাচে রিয়াল মানসিক ও শারিরীক ভাবে এগিয়ে থেকে যৌগ্য দল হিসাবে জয় পায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার