ফজলুল করিমঃ মঙ্গলবার (৩০ মার্চ) বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত সেমিফাইনালের প্রথম ম্যাচে মসুরাকান্দা একাদশকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ফতেপুর একাদশ।
সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে নামে দুই ফেভারিট আটবাড়ি ডায়নামিক ও মুছারচর একাদশ। বিকাল ৪:৩০ খেলাটি শুরু হয়।
টানটান উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শুন্যে। খেলার দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে উভয় দলই। কেউ কাউকে ছেড়ে দেয়ার পাত্র নয়।
উত্তেজনাকর খেলায় জনমনে প্রশ্ন কে যাবে স্বপ্নের ফাইনালে। খেলার শেষ মূহুর্তে জনগনের প্রশ্নের জবাব দিলেন আটবাড়ি ডায়নামিকের স্টাইকার ৮ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার রাজন।
১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ারের বাড়ানো বলে রাজনের দুর্দান্ত শর্টে গোল নামক সোনার হরিণের দেখা পায় আটবাড়ি ডায়নামিক।
খেলার শেষ হওয়ার ৭ মিনিট আগে গোল করে ১-০ শুন্যতে এগিয়ে যায় আটবাড়ি ডায়নামিক।
এরপর বারবার চেষ্ঠা করেও গোল পরিশোধ করতে পারে নি মুছারচর একাদশ। ফলে ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আটবাড়ি ডায়নামিক।