সোনারগাঁ উপজেলা নতুন ইউএনও নিয়োগ পেয়েছেন ফারজানা রহমান

সকালবিডি টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফারজানা রহমান। তিনি পূর্বে কক্সবাজার সদর উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।

ফারজানা রহমান সোনারগাঁয়ের বর্তমান ইউএনও আল মাহফুজের স্থলাভিষিক্ত হচ্ছেন। তার বাড়ি নরসিংদীতে এবং তার স্বামী সাইফুল ইসলাম পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোনারগাঁ উপজেলা নতুন ইউএনও নিয়োগ পেয়েছেন ফারজানা রহমান।

৩৪ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান এ দম্পতি। শুরুতে কর্মস্থল ভিন্ন হলেও এখন কর্মস্থল এক। দু’জনেই কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১ বছর ৮ মাসের কর্মজীবনের ছোট্ট সময়টাতে রোহিঙ্গা ইস্যুর মতো এত বড় একটা ইস্যু নিয়ে কাজ করতে পারায় সন্তুষ্ট তারা। পদে পদে দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন পরিস্থিতি।

৩৪ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান এ দম্পতি। বিসিএস (প্রশাসন) ক্যাডার দম্পতি ফারজানা রহমান ও সাইফুল আশরাফ জয়।

বিসিএস (প্রশাসন) ক্যাডার দম্পতি ফারজানা রহমান ও সাইফুল আশরাফ জয়। দু’জনে এক সঙ্গে কাজ করছেন রোহিঙ্গাদের নিয়ে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!