আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ইতিহাসের এই দিন বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকার দৃপ্ত শপথের দিন আজ।
১৯৭১ এর ২৫ মার্চ কাল রাত্রে এদেশের নিরীহ, নিরস্ত্র জনতার উপর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হামলার ফলে ২৬ মার্চ শুরু হয় মহান স্বাধীনতা সংগ্রাম।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধার অপরিসীম আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় দেশ মাতৃকার মহান স্বাধীনতা। লাল সবুজের পতাকা পতপত করে উড়তে থাকে হাটে, মাঠে, ঘাটে, বন্দরে সর্বত্র।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালবিডি টুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেইসব বীর যোদ্ধা ও মা-বোনদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ মহান স্বাধীনতা।