মোয়াজ্জেম হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতা শিক্ষক পরিষদের ( স্বাশিপ) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় দ্বি-বার্ষিক ঐতিহাসিক সম্মেলন ১২ নভেম্বর ২০২০ রোজ বৃহস্পতিবার আড়াইহাজার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ গিয়াস উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ -২ এর সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এমপি, গেস্ট অব অনার হিসাবে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এবং বিশেষ অতিথি হিসাবে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান সরকার এবং প্রধান বক্তা হিসাবে স্বাশিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা উপস্থিত ছিলেন। এ ছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন স্বাশিপের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি অধ্যক্ষ আঃ আউয়াল, সহ-সভাপতি আক্তারুজ্জামান, ইয়াহিয়া স্বপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাবু বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে যে উন্নয়ন করেছে অতীতের সব সরকার মিলেও তা করতে পারেনি। তিনি শিক্ষকদের জাতির সবচেয়ে সম্মানিত অংশ হিসাবে উল্লেখ্য করে বলেন, জাতির ভবিষ্যত যোগ্য নাগরিক গড়ে তুলতে আপনাদের অবদান অপরিসীম। তিনি বলেন শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের শাসনামলে শিক্ষকদের কোন আন্দোলন করতে হয়নি। আন্দোলন ছাড়াই সরকার শিক্ষকদের অনেক দাবি পুরণ করেছে। তিনি বলেন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে তিনি সংসদে কথা বলবেন।
গেষ্ট অব অনার, জাতীয় শিক্ষক নেতা, স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, বর্তমান সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩২০ টি কলেজ, ২২০ টি স্কুল জাতীয়করণ, বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা, জাতীয় স্কেলে বেতন প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠা জাতীয়কনের দাড় প্রান্তে নিয়ে এসেছে। তিনি টেকসই শিক্ষা ব্যবস্থার জন্য জাতীয়করণ অপরিহার্য। তিনি স্বাশিপের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ন বাস্তবায়ণের আহবান জানান।
সম্মেলনে মুহাম্মদ গিয়াস উদ্দিন সরকারকে সভাপতি, হাসান আলমগীরকে সাধারণ সম্পাদক এবং লোকমান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আড়াইহাজার উপজেলা স্বাশিপের কার্যকরী কমিটি গঠন করা হয়।