সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ খ্রিঃ এ নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনোনীত হয়েছেন ভোলাইল সপ্রাবির সহকারি শিক্ষক বিজয় দেবনাথ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জেলা পর্যায়ের বাছাই কার্যক্রম গত ৪ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ও শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিশু, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএসমির সভাপতি, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী, শ্রেষ্ঠ শিশু ঝরে পড়া রোধকারী বিদ্যালয় বাছাই করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ দের নিয়ে জেলা পর্যায়ে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পর্যায়ের বাছাই কার্যক্রমে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনোনীত বিজয় দেবনাথ নারায়ণগঞ্জের নতুন পালপাড়া এলাকায় অস্হায়ী বাসিন্দা, তাঁর স্হায়ী নিবাস কুমিল্লার মুরাদনগরের কুরবানপুর। তিনি ২০১০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।বর্তমানে নারায়ণগঞ্জের সদর উপজেলার ভোলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সেখানে সুদীর্ঘ ১২ বছর সুনামের সহিত পাঠদান করেছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনোনীত হয়ে অনুভূতি প্রকাশ করে বিজয় দেবনাথ বলেন, মহান সৃষ্টিকর্তা ও পিতা-মাতার আশীর্বাদ ছিলো, তাই আজ আমি এপর্যন্ত আসতে পেরেছি, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি সম্মানিত জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার, সকল সহকারি উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ও আমার প্রধান শিক্ষক ও সহকর্মীদের প্রতি এবং আমি অনেক আনন্দিত, এটা একটা অর্জন যা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, সামনের দিনগুলোতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন- শিক্ষণে বেশি করে মনোনিবেশ করতে। আমি সবার দোয়া ও ভালবাসা চাই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার