আজ থেকে শুরু হচ্ছে সোনারগাঁওয়ে লোকজ উৎসব।

সাইফুল ইসলাম :
ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ে শুরু হচ্ছে লোক ও কারুশিল্প মেলা, উৎসব উপলক্ষে শুরু হয়েছে নানা আয়োজন।
সৌন্দর্যের শহর এই সোনারগাঁ।এক মাস ব্যাপি চলবে এই মেলা।

উৎসব উপলক্ষে সোমবার মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেপুটি পরিচালক রবিউল হোসাইন, লেকচারার গাইড মুজ্জামেল মাসুদ প্রমুখ।

মত বিনিময় সভায় ফাউন্ডেশন পরিচালক ড. আহমেদ উল্লাহ জানান, আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা উদ্বোধন করা হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

কারুশিল্প মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ১৪ ই জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৪ ফেব্রয়ারী পর্যন্ত।

ফাউন্ডেশন সূূত্রে জানা যায়, বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৬৪ জন কারুশিল্পী মেলায় প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। তাদের জন্য ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে । এর মধ্যে নওগাঁও ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের তালপাখা ও নক্শি পাখা, রংপুরের শত রঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারু শিল্প, নক্শিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নক্শি হাতপাখা, সিলেট ও মুন্সিগঞ্জের শীতল পাটি, কুমিল্লার তামা-কাঁসা পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারু পণ্য, কিশোরগঞ্জের টেরা কোটা শিল্প, সোনারগাঁওয়ের পাটের কারু শিল্প, নাটোরের শোলার মুখোস শিল্প, মুন্সিগঞ্জের পট চিত্র, ঢাকার কাগজের হস্ত শিল্পসহ মোট ১৫৪টি স্টল থাকছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!