চীফ রিপোর্টার: আশরাফুল সিকদার।
রাজশাহী মহানগর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোঃ আজহারুল ইসলামের সহযোগীতায়,
গত ৩১শে মার্চ মঙ্গলবার সকাল ৭টা থেকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন, অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ রাজশাহী মহানগর শাখা ।
বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবন ও মাস্ক।
নগরীর কামরুজ্জামান চত্বর, রেলিগেট, ভদ্রা মোড়, লক্ষ্মীপুর মোড়, কোর্ট স্টেশন ও বহরমপুরে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি, আখতারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক এস এ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক, মনোয়ার হোসেন বিদ্যুৎ, যুগ্ন সাধারন সম্পাদক, আলমগীর হোসেন, মেজবাউল ইসলাম ও উপ প্রচার সম্পাদক মেহেদি হাসান প্রমূখ।