সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, চিত্রাংকন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগি বিজয়ীদের পুরুষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় হাজী মোঃ ওবায়েদ উল্লাহ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ সভাপতি মোঃ আলী আকরাম তারেক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল ফয়েজ শিপন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ও সফল ভাবে সংগঠন পরিচালনা করায় সফল সংগঠক হিসেবে সনমান্দী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি সাজ্জাদ হোসেন সোহাগকে পদক ও সনদ দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও জাপার প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।