জগদীশ মন্ডল | আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শিশু উন্নয়ন প্রকল্প কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ মূলক কর্মসূচি সহযোগীতায় সি এম সি ওয়াই বাস্তবায়নে মধ্যে ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন রাহুত পাড়া প্রকল্পে মিশন স্কুল হল রুমে আজ (২৪ অক্টোবর, রোজ- সোমবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে বাল্য বিবাহ প্রতিরোধ কর্মশালায় প্রকল্প ব্যাবস্থাপক রিপন কুন্দা তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসুচি কর্মকর্তা ব্র্যাক ফাতেমা খাতুন, বিশেষ অতিথি কম্প্যাশন ট্রেনিং কর্মকর্তা স্টেনলী এচ কর্মকার, সি এম সি সদস্য সূর্য কান্ত রায়, একাউন্টেট সৌরভ বড়ৈ, সহ শিশু দের অবিভাবক পিতা মাতা ও প্রতিষ্ঠানের কর্মি বৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময়ে বক্তৃতায় প্রধান অতিথি বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি এর থেকে উত্তরন সামাজিক ভাবে সকলে মিলে করতে হবে, সকল অবিভাবক ঐক্য হয়ে এর প্রতিহত করবে এই প্রত্যাশা করে এবং সকল অবিভাবক একমত পোষণ করে। উল্লেখ্য কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে প্রকল্প বাস্তবায়ন করে আসছে মূলত পক্ষে এটি একটি সেচ্ছাসেবী প্রকল্প গরীব অসহায় শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি পারিবারিক ভাবে সাবলম্বী করাই মূল লক্ষ্য ইতিমধ্যে কম্প্যাশন বাংলাদেশ উপজেলার রাহুত পাড়া এরিয়া ভিত্তিক অঞ্চলের গরীব অসহায় শিশুর পারিবারিক ভাবে সাবলম্বী করার লক্ষ্যে নিয়ে কাজ করে আসছে।
শতাধিক পরিবারকে সাবলম্বী হতে পিতা মাতাকে সেলাইয়ের প্রশিক্ষন, গরু ও ছাগল , অটোরিকশা বিতরণ সহ আর্থিক সহয়তা সহ বিভিন্ন কর্মকান্ড করে।এছাড়াও শিশু সুরক্ষা ও করোনা কালিন সুরক্ষা সামগ্রী সহ বিভিন্ন ভাবে গরীব শিশুদের শিক্ষা উপকরণ প্রতিনিয়ত দিয়ে থাকে, শিশু খাদ্য সহ পরিবার গুলোকে খাদ্য সহয়তা ও প্রদান করে। এসময়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিপন কুন্দা বলেন আমাদের প্রকল্প অধীনে শিশুদেরকে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি শিশুসহ তাদের পরিবারগুলো গড়ে তুলতে, উপস্থিত সকল অবিভাবকের প্রতি ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি করেন।