প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০১৮, ৭:৫১ অপরাহ্ন
সোনারগাঁবাসীর চাহিদা তুলে ধরতে ব্যাপক প্রসংসা কুরিয়েছে স্বপ্নের সোনারগাঁ গ্রুপ
সোনারগাঁ!
ঐতিহ্য ইতিহাস ও বাঙালী সংস্কৃতির এক অবিচ্ছেদ্দ নাম সোনারগাঁ। যেটি একসময় পানাম নগরী বলে অভিহীত ছিলো।
এই পানাম নগর বা বর্তমান সোনারগায়ের রয়েছে গর্ব বা গৌরবময় অতীত।
একসময় এই সোনারগাঁ পানাম নগর থেকেই পরিচালনা হতো উপমহাদেশ।
উপমহাদেশের প্রাচীন রাজধানী হচ্ছে সোনারগাঁ, যেটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা হিসেবে আছে।
এই ইতিহাস সমৃদ্ধ সোনারগাঁও এ রয়েছে বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য অদিবাসী।
এই বৃহৎ জনগোষ্ঠীর চাহিদাও বিশাল এবং আলাদা আলাদা।
কথায় আছে না?
বারো রকমের মানুষের তের রকমের পছন্দ!
ঠিক তেমনি এই সোনারগাঁতেও।
এখানে বিভিন্ন মানুষের চাওয়া পাওয়া বিভিন্ন রকমের।
এই রকম ভেদের কারণে ও স্বচ্ছ মিডিয়ার অনুপস্থিতিতে যেখানে এই অঞ্চলের মানুষেরা নিজেদের চাহিদা ও আশা আকাঙখার কথা জনপ্রতিনিধিদের কাছে পৌছাতে পারে না।
সেখানে তাদের এইসব চাহিদার কথা মাথায় রেখে,
এই সোনারগায়েরই কতিপয় শিক্ষিত মানুষ মিলে তৈরী করেছে একটি অনলাইন গ্রুপ।
যার নাম দিয়েছে "স্বপ্নের সোনারগাঁ"
এখানে সোনারগাঁ এর যে কেউ তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, সমস্যা, মৌলিক অধিকার, সামাজিক সমস্যা তুলে ধরতে পারছেন।
এবং তা জনপ্রতিনিধিরাও অবগত হয়ে সে অনুযায়ী কাজ করছেন।
এই স্বপ্নের সোনারগাঁ গ্রুপটি সোনারগাঁ এর সকল শ্রেনীপেশার মানুষকে একটি প্লাটফর্মে অনেকাংশেই আবদ্ধ করতে পেরেছে।
এবং অদুর ভবিষ্যতেও তার ধারা অব্যাহত রেখে সোনারগাঁ কে একটি সুখী ও সত্যিকারে সকলের স্বপ্নের সোনারগাঁ গড়ার প্রত্যয়ে এই স্বপ্নের সোনারগাঁ গ্রুপটি যথাযথ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে গ্রুপের সকল এডমিন, মোডারেটর ও মেম্বারেরা মনে করেন।
স্বপ্নের সোনারগাঁ গ্রুপটি ইতিমধ্যেই অনেক কর্মকান্ড ও বিভিন্ন সামাজিক বিষয়াদি সহ বিভিন্ন চিত্র ও তথ্য তুলে ধরে সারা সোনারগাঁ বাসীর কাছ থেকে ব্যাপক প্রসংসা কুরিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার
সর্বস্বত্ত সংরক্ষিত @ সকালবিডি ২৪ ডট কম । বিনা অনুমতিতে লেখা কপি বেআইনি