প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০১৮, ৬:৩৬ পূর্বাহ্ন
জাতীয়করণসহ বিভিন্ন দাবীতে শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা ভবন ঘেরাও কমসূচি শিক্ষক সমিতির
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম ‘শিক্ষামন্ত্রণালয় এবং শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি’ ঘোষণা করেছে। আগামি ২০ সেপ্টেম্বরের মধ্যে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বকেয়াসহ বৈশাখী ভাতা এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান একযোগে সরকারিকরণের ঘোষণা না এলে ২৭ সেপ্টেম্বর ঘেরাও কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ নজরুল ইসলাম রনির সভাপতিত্বে রোববার (২ সেপ্টেম্বর) মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় কেন্দ্রীয় সদস্যদের বিভিন্ন পদে মনোনয়নপত্র প্রদান করা হয়।
সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও লিয়াঁজো ফোরামের শিক্ষক নেতারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবি নিয়ে সরকার দীর্ঘদিন ধরে তালবাহানা করছে। এমপিওভুক্ত শিক্ষকরা আজ বেতন বৈষম্যের শিকার। ২০১৫ খ্রিস্টাব্দে ৮ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন হলেও এখনো সরকার প্রতিশ্রুত ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত বৈশাখী ভাতা প্রদান করা হয়নি। এজন্য দেশব্যাপী শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তরিক হলেও আমলাতান্ত্রিক জটিলতায় এমপিওভুক্ত শিক্ষকদের বহু প্রত্যাশিত দাবি পূরণ হচ্ছে না। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সিমিতির মহাসচিব মোঃ রবিউল আলম, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম-মহাসচিব মোঃ আবুল হোসেন মিলন, সহ-সভাপতি মোঃ মোহসিন উদ্দিন, প্রেসিডিয়াম সদস্য মোঃ আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সহ.সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ এনামুল হক কেন্দ্রীয় সদস্য মোঃ নূরুল ইসলাম, মোঃ শাহিন সিকদার ও মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার
সর্বস্বত্ত সংরক্ষিত @ সকালবিডি ২৪ ডট কম । বিনা অনুমতিতে লেখা কপি বেআইনি