নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গত ১৫/০৯/২০১৮ ইং শনিবার রাতে ডিবি পরিচয়ে কয়েকজন লোক আটক করে নিয়ে যায় বলে তার (রনির) পরিবার অভিযোগ করে।
কিন্তু ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান আজ ১৭ সেপ্টেম্বর সোমবার রনিকে সকালে ফতুল্লার দাপা ইদ্রাপকুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
এবং তাকে পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার করায় পুলিশের এস আই শফিউল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এবং বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রনির ছোটভাই মহিবুর রহমান রানার তথ্যমতে রনিকে আরো দু দিন আগেই সাদা পোশাকধারী ডিবি পুলিশ ঢাকার ধানমন্ডি থেকে শনিবার রাতেই গ্রেপ্তার করে নিখোজ করে রেখেছিলো।