শাহ জালাল(,বিশেষ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালিন জনসচেতনতা মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার উপজেলার প্রত্যন্ত অঞ্চল নূনেরটেক এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম।
সোনারগাঁও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা।
সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, নৌ-পুলিশের এসআই আতিকুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ওসমান গনি, নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম, নুনেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাকারিয়া ভুঁইয়া, নুনেরটেক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল, শিক্ষক ফরাজি মোহাম্মদ হানজালা চিশতী, খায়রুল আলম খোকন, বারদী ৬নং ওয়ার্ডের সদস্য লোকমান হেকিম, সাবেক সদস্য বাচ্চু মিয়া, মহিলা সদস্য জমিলা খাতুন, নূনেরটেক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক, বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের বাল্য বিবাহ প্রতিরোধমূলক শপথ বাক্য পাঠ করান হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার