স্টাফ রিপোর্টারঃ গতকাল ১৫/০৯/২০১৮ ইং শনিবার রাত সাড়ে ১১ টায় নিখোজ হওয়া নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে আটকের ঘটনা স্বীকার ও তাকে আইনিভাবে বিচারিক আদালতে হস্তান্তরের জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব ।
এবং সেই সাথে তাকে মুক্তি দিয়ে তার মায়ের বুকে ফিরিয়ে দিতেও জোর দাবি জানান জেলা বিএনপির এই নেতা ।
আজ রবিবার রাত ১০ টায় মাসুকুল ইসলাম রাজিব তার নিজস্ব ফেইসবুক একাউন্টে আইনসৃঙ্খলা বাহিনী কর্তৃক রনিকে আটক করার স্বিকারোক্তি ও মুক্তির দাবী জানিয়ে পোস্ট করে নিজের অবস্থান ব্যক্তয় করেন ।
তিনি তার ফেইসবুক ওয়ালে লিখেন ,
জাতীয় নির্বাচন সামনে , দেশে এখন চলছে গুম , খুন আর গ্রেপ্তারের হিরিক ।
আর কারা চালাচ্ছে এসব কাজ?
তা নিশ্চই অজানা নয় কারোই !
বিরোধী শক্তিকে দমন করা যেন এখন কালচার হয়ে পরেছে ক্ষমতাওয়ালাদের কাছে ।
গতকাল রাত সাড়ে এগাড়োটায় অত্যান্ত আদরের এক ছোট ভাই , জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনিকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হলো ।
সব থানার পুলিশই বলছে একই কথা '' আমাদের থানায় নিয়ে আসা হয় নি ''
আমি কয়েকদিন আগেই একবার বলেছিলাম, আমরা এখন ৫ম শ্রেণীর নাগরিকে পরিণত হয়ে গেছি।
এখন তার প্রমান সকলে পেলেন তো?
গুমের শহর বলে আগেই খ্যাতি লাভ করেছিলো নারায়নগঞ্জ । তবে সেই গুম করাটা যে ক্ষমতাসীনদের প্রধান কাজের একটি তার জলন্ত প্রমাণটা কিন্তু এটাই ।
এখনও সময় আছে ফিরিয়ে দিন রনিকে তার মায়ের বুকে , নবীন এ আলোটিকে নেভানোর চেষ্টা করবেন না । তাকে তার কর্মী ও শুভানুধ্যায়িদের কাছে ফিরিয়ে দিয়ে নিজেদেরকে বরং শুদ্ধ করে নিন ।
অবিলম্বে স্নেহের ছোট ভাই মশিউর রনিকে আইনি ভাবে হস্তান্তর ও তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ করার দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে ।
উল্লেখ্য যে , গতকাল শনিবার রাত সাড়ে এগারোটায় রাজধানি ঢাকা থেকে নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে ।
তবে নারায়নগঞ্জের ও ঢাকার বিভিন্ন থানায় এ বিষয়ে খোজ নিলে সকল থানার পুলিশই ঘটনার সম্পর্কে কিছুই বলতে পারেন নি ।
অপরদিকে রনির পরিবার ও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরকার পুলিশের মধ্যমে পরিকল্পিতভাবে রনিকে আটক করে লুকিয়ে রেখেছে এবং তা প্রকাশ করছে না জনসম্মূখে ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার