আক্কেলপুরে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত
আল জাবির
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ব্যাটারিচালিত অটো ভ্যানের ধাক্কায় গোপাল নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১ টার দিকে আক্কেলপুর উপজেলার হোসেন নগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত মু্িক্তযোদ্ধা ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, নিহত মুক্তিযোদ্ধা হোসেন মোড়ের একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে পরে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল জাবির
জয়পুরহাট জেলা
২৪/১০/১৮
০১৭১৭০৮৭৭০৬
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার