আপনিও ঘুরে আসতে পারেন মতলব উত্তর চাঁদপুর মোহনপুর নামক এই গ্রামটিতে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দৃশ্য।
গ্রামের পাশ দিয়ে বয়ে চলে যাওয়া মেঘনা নদী, নদীর মাঝখানে দুই রকমের পানি এপারে মেঘনা ওপারে পদ্মা।
গ্রামীণ জীবনের সবচেয়ে সৌন্দর্য পণ্য একটি পরিবেশ এবং শহরে পরিবেশ গ্রামীণ জীবনে।
নদীতে পাওয়া যায় তরতাজা টাটকা ইলিশ,
রকমারি ফলের বাগান রকমারি ফলের দোকান।দোকানিরা সাজিয়ে বসে থাকে দোকান আপনি চাইলে আপনার ইচ্ছে মতো বিভিন্ন প্রকার ফল ফলাদি ফরমালিন মুক্ত কিনতে পারবেন। এই এলাকায় জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ। চাইলে ঘুরে আসতে পারবেন তাদের বাড়ির আশেপাশে তাদের বাড়িতে।
আসছে শীতের দিন শীতের ভিতরের পাবেন সকাল বেলা খেজুরের রস। খেজুরের রস , অখ,গ্রামের খিরা ঐতিহ্যবাহী অনেক শাক সবজি শীতের শাকসবজি তর তাজা।
নদীতে বসেই আপনি কিনতে পারবেন জেলেদের কাছ থেকে একদম টাটকা ইলিশ এবং বিভিন্ন প্রকার মাছ।
বিকেল বেলার নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা দিয়েই আপনি গাড়িতে অথবা হেঁটে হেঁটে বিকেল পার করতে পারবেন খুব সুন্দর ভাবে।
পরিবারসহ ঘুরে আসতে পারবেন নিরাপদে, যেখানে থাকবে না কোন বাধা ঘুরাফেরার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ।
ঢাকা থেকে যাওয়ার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ যে চাঁদপুরগামী যেকোনো লঞ্চে উঠে মোহনপুর গ্রামে নামবেন।
তার পর পগ্রামের ভিত্তর আপনি যতটুকু যেতে চান দূর থেকে দুরন্ত আপনি ঘুরতে পারবেন।
বিভিন্ন প্রকার যানবাহন পাওয়া যাবে মোটরসাইকেল ভাড়া পাবেন রিক্সা ভাড়া পাবে অটো ভাড়া ভাবেন।
হ্যাঁ আরেকটা কথা বলে রাখি একদিনে আপনি সুন্দর ভাবে ঘুরে আবার ঢাকা চলে আসতে পারবেন।
ঢাকা থেকে এই গ্রামটিতে যেতে মাত্র খরচ হবে গুলিস্তান থেকে মাত্র দেড়শ টাকার মতো।
চীফ রিপোর্টার তানজির আহম্মেদ সানি তপদার