কেন্দ্রীয় নেতা দিপক কুমার বনিকের আগমনে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদের বিশাল শো-ডাউন
মিমরাজ: শারদীয় দূর্গাপূজায় শুভচ্ছা বিনিময় নৌকায় প্রচারণা করার জন্য সোনারগাঁ আসেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটি ত্রাণ ও সমাকল্যাণ সম্পাদক দিপক কুমার বনিক।উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদের নেতৃত্ব এক বিশাল শো -ডাইন নিয়ে নোয়াগাঁ ইউনিয়ন থেকে বারদী আসেন।শো-ডাউনে জয় বাংলা, জয় বজ্ঞবন্ধু, নৌকা মার্কা শ্লোগান দিয়ে নোয়াগাঁ ইউনিয় থেকে বারদী ইউনিয়ন পরিষদ কার্যলায়ের সামনে মঞ্চে আসেন।শো -ডাউনে অন্যান্য মধ্যে ছিলেন নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু জাফর আকাশ,মো:আলমগীর,মো:সজিব,আল-আমিন সৌরভ,রাসেল,শফিক ও জয়নাল সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার