দুর্নীতির দুই মামলায় সাজা হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে মনে করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে এজন্য তাকে আদালতে আপিল করতে হবে এবং আদালতে তা গৃহীত হতে হবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এসব কথা জানান।
দুই বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তির একটি নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘খালেদা জিয়া যদি আদালতে আপিল করেন এবং আদালত যদি আপিলে সাজা স্থগিত করেন তাহলে তিনি নির্বাচন করতে পারবেন। আর আদালত যদি তা স্থগিত না করেন, তাহলে আমাদের পক্ষে তাকে নির্বাচন করার সুযোগ দেয়া সম্ভব হবে না। ’
এরপর রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালত যদি খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণও করেন, তাহলেও উনাদের মতো লোকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে বলে আমার মনে হয়। তবে সব কিছু নির্ভর করবে আদালতের উপর। আদালত যেভাবে আদেশ দিবেন, আমরা সেভাবে কাজ করব। ’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার