চিফ রিপোর্টার : নারায়ণগঞ্জ এর জালকুড়ি বাস স্টান্ডে জালকুড়িয়ান ব্লাড ডোনার্স গ্রুপের দিন ব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং হয়।সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পযর্ন্ত ব্লাড গ্রুপিং করা হয়ে থাকে। উক্ত ক্যাম্পেইন মূল উদেশ্য নতুন রক্তদাতা তৈরি করা। উক্ত ক্যাম্পেইনের সংগঠক অপু রায়হানের সাথে কথা বলে জানা যায় অনলাইন ভিক্তিক এই সংগঠন দীর্ঘ এক বছর ধরে কাজ করে যাচ্ছে।এই সংগঠন কারো জরুরী রক্তের প্রয়োজন হলে তা ব্যবস্হ্য করে দেওয়া হয়।আজকের ক্যাম্পেইন এ উক্ত সংগঠনের উপদেষ্টা এস এম বিজয় ও সমন্বয়ক অপু রায়হান রক্তদান সুফল সমন্ধে সবাই বলে ও রক্তদান করতে উৎসাহিত করে।
আজকের ক্যাম্পেইনে প্রায় ৬০০ জনের মত ফ্রি ব্লাড গ্রুপি করা হয়ছে।উক্ত ক্যাম্পেইনে সহযোগী সংগঠন হিসাবে থাকে বিডি ক্লিন নারায়ণগঞ্জ, আলোর হাসি,স্বপ্নযাত্রী ব্লাড ডোনার্স গ্রুপ নারায়ণগঞ্জ, ব্লাড ফর নারায়ণগঞ্জ, বিজয় সমাজ উন্নয়ন পাঠাগার সহ আরো আঞ্চলিক কিছু সংগঠন।বিডি ক্লিন নারায়ণগঞ্জ থেকে থাকেন নারায়ণগঞ্জ বিডি ক্লিন সমন্বয়ক ও উক্ত সংগঠনের উপদেষ্টা এস এম বিজয়,ইমন,তৌকির,নজরুল,অনামিকা,খাইরুল।আলোর হাসি থেকে থাকেন আলোর হাসির সাধারণ সম্পাদক মো:মিমরাজ হোসেন রাহুল ও সহসভাপতি এস এইচ অর্নব।স্বপ্নযাত্রী ব্লাড ডোনার্স নারায়ণগঞ্জ থেকে থাকেন সাইদ সেলিম। ব্লাড ফর নারায়ণগঞ্জ থেকে থাকেন ফান্ডডার পলাশ চৌধুরী, সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম আরো অনেকে।বিজয় সমাজ উন্নয়ন পাঠাগার থেকে থাকেন ইসমাইল সিমান্ত, লিমন সহ আরো অনেকে।অনলাইন গ্রুপের এডমিন ফকির সীমান্ত,মেহেদী হাসান ও মডারেটর মেহেদী২, সজল সর্দার মিন্টু,শান্ত দাস ও জিদনী।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার