আল জাবির, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
রবিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নন্দীগ্রামে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রশীদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন (পাঁচবিবি-কালাই) জোনের সিনিয়র সার্কেল অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হবিবর রহমান হবু, প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধরী পিন্টু, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌঃ শাহিন, পুলিশ ফাঁড়ির জন্য ৩৩ শতক জমি দানকারি আব্দুর রহিম (মান্নান) প্রমুখ।
প্রধান অতিথি নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ি নির্মানের জন্য স্বেচ্ছায় জমি দান করায় অনুষ্ঠানে জমি দানকারি আব্দুর রহিমকে সন্মাননা স্বারক প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার