আগামী ২১ দিনের মধ্যে যদি সরকার তাদের দাবি না মানে তাহলে ৯৬ ঘণ্টার কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ওসমান আলী।
তিনি বলেছেন, আগামীকাল আমাদের কর্মসূচি আপাতত শেষ।
এরপর আবার আমরা সরকারকে নোটিস দেব। ২১ দিনের মধ্যে যদি সরকার দাবি না মানে তাহলে ৯৬ ঘণ্টার কর্মসূচি দেব।
সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওসমান আলী বলেন, আমরা সরকারকে সময় দিতে চাই। একটা আইন চাইলেই হুট করে পরিবর্তন করা যায় না। এজন্য সরকার আমাদের সময় দিতে পারে। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস পেলেই খুশি। যে আইন হয়েছে সেটা আমাদের কাজের পরিপন্থী। আমরা জীবন বাঁচা মরার আশঙ্কা নিয়ে রাস্তায় গাড়ি চালাতে পারবো না।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর আটটি ধারা পরিবর্তনের দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা। এই সময়ের মধ্যে নতুন আইনের কয়েকটি ধারা পরিবর্তন করা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই ধর্মঘট ডাকা হতে পারে বলে জানিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতারা।
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবি আদায়ে পরিবহন শ্রমিকদের ডাকা গত ৪৮ ঘণ্টার ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ।
প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার