পাঁচবিবিতে সিনেমা হল ও ফিডের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পাঁচবিবিতে সিনেমা হল ও ফিডের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আল জাবির

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে রুপালী সিনেমা হলে ও একটি মৎস্য ফিডের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃরাজিবুল আলম এই দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম জানান, সিনেমা হলের লাইসেন্স না থাকা ও উচ্চস্বরে গান বাজিয়ে জনগনকে বিরক্ত করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সিনেমা হলটি বন্ধ করে দেয়া হয়েছে।

অপরদিকে রেলস্টেশনের পূর্বপার্শ্বে পপুলার প্রেস সংলগ্ন বিশ্বজিৎ কুন্ডুর দোকানে অভিযান চালিয়ে ভেজাল মাছের খাবার রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক প্রতিবেদককে জানান,এই দোকানে দীর্ঘদিন ধরে ভেজাল মাছের খাবার বিক্রি করা হতো। দোকান বন্ধ থাকায় একাধীকবার এসেও তাকে পাওয়া যায়নি। এছাড়া এই দোকানে নিয়ম বহির্ভুত ভাবে সাড় ও কীট নাশক ওষুধ বিক্রি করা হয়। এগুলির কোন লাইসেন্সও দেখাতে পারেনি।

আল জাবির

জয়পুরহাট জেলা

১৭/১০/১৮

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!