২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দকে দণ্ডিত করার প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ ।
পরে তারা পুলিশ বেষ্টনীতে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে।
বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা মহিলা দলের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে পুলিশ কোন মাইক কিংবা হ্যান্ড মাইকও ব্যবহার করতে দেয়নি বলে অভিযোগ করেছে মহিলা দল।
উত্তর জেলা মহিলা দলের সভাপাতি তাসলিমা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মহিলা দল নেতা তাসলিমা কালাম পলি, দক্ষিন জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফাতেমা রহমান, ফাতেমা তুজ জোহরা মিতু ও পাপিয়া পারভীন সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বিএনপি’কে নিশ্চিহ্ন করতে সরকার আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাদের একের পর এক মামলায় দণ্ডিত করছে। তাদের উদ্দেশ্য বিএনপি’কে নির্বাচন থেকে বাইরে রাখা। তাই বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত সহ ন্যায় বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এদিকে মহিলা দলের কর্মসূচি উপলক্ষ্যে সদর রোডের বিএনপি কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।