মোঃ সজিব, দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে সুমি বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে। পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোটধলী ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সাফিজল হক’র মেয়ে সুমি বেগম পনেরো দিন আগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল দুপুর আনুমানিক ১টার সময় বাবার বাড়ি থেকে তিনি দাদার বাড়িতে আসেন। ওই সময় দাদার ঘরে দাদী রোশনা বেগম ছাড়া কেউ ছিলেন না। ওই সময় সুমি বেগমকে ঘরে রেখে দাদী পাশেই অন্য এক ছেলের বাড়ি যান। সেখান থেকে ফিরে এসে ঘরে ঢুকে বিছানায় সুমির মৃতদেহ দেখতে পান। দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় দৌলতখান থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত রহস্য বের হয়ে আসবে।