ভোলায় ইলিশ ধরার অপরাধে ৩জেলে আটক
ভোলা প্রতিনিধিঃ ভোলার সদরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরার অপরাধে ৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৭ অক্টোবর) দুপুরে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এ দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ইব্রাহিম (২৫), মতিন (৩০) এবং ইব্র্রাহিম (২০)। তাদের বাড়ি উপজেলার ইলিশা জংশন এলাকায়। এরআগে সকালের দিকে মেঘনার মাঝেরচর এলাকা থেকে একটি ট্রলার ও ১০ কেজি ইলিশ সহ তাদের আটক করে উপজেলা প্রশাসনের নেতৃত্বে নৌ-পুলিশ, মৎস্য বিভাগের একটি টিম।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় একটি মেঘনায় অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় জাল। ট্রলার ও মাছসহ ৩ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে জেল দেয়। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৭ অক্টেবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার