ভোলায় বাঁধন রক্তদান কর্মসূচি ২১ বছর পূর্তিতে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গনে বছর পূর্তি উৎযাপন।
মো.সাইফুল ইসলাম#ভোলা:”একের রক্ত অন্যের জীবন,রক্ত ই হোক আত্মার বাঁধন” এই প্রতিপাদ্য বিষয়ে রবিবার ১১টায় ভোলা সরকারি কলেজ প্রাঙ্গনে বাঁধন রক্তদান কর্মসূচি ২১ বছর পূর্তিতে _বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনষ্ঠানের আয়োজন করে ভোলা সরকারি কলেজ রাষ্টবিজ্ঞানের শিক্ষক ও ছাত্র,ছাত্রীরা। পরে কলেজের শিক্ষক মহাদয় বাঁধনের পরিচালক তিনি বক্তৃতা রাখেন।এর পর ছাত্র-ছাত্রীরা সেখানে বক্তৃতা ও মতামত দেয়।পরে কেক কেটে ২১ বছর পূর্তি উৎযাপন করেন। বাঁধনের প্রধান কর্মকর্তা জানান ভোলা সদরের কোন হাসপাতালে রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে কলেজে এসে যোগাযোগ করলে বাঁধনের সাথে জরিত সদস্য নিঃস্বার্থে রক্ত দান করে। এমন নিঃস্বার্থে রক্তদানকারী পাওয়া অনেক ভার। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা রক্তদান করে মানষের জীবন রক্ষার্থে দায়িত্ব পালন করে। যা পুরো ভোলা সদর উপজেলায় একটি আর কোন দ্বিতীয়টি নাই। অনুষ্ঠান শেষে আনন্দ মিছিল করা হয়। পরে মিছিল শেষে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। আমাদের দেশে এমন কর্মসূচি চালু থাকলে গরিবদের চিকৎসায় অনেকটা সুবিধা আসবে বলে মনে করেন তারা।