রাজধানীর কদমতলী থানা এলাকায় ট্রলি ব্যাগের ভেতর থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কদমতলী পাটেরবাগ একে স্কুলের গলির ময়লার স্তুপ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়।
পরে ব্যাগের ভেতরে কোমর থেকে হাঁটু পর্যন্ত মানবদেহের দু’টি অংশ পাওয়া যায়।
জানা যায়, শুক্রবার রাতে ময়লার স্তূপে পাওয়া ট্রলি ব্যাগটি টোকাইরা দেখতে পেয়ে নাড়াচাড়া করছিল। পরে এর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে খণ্ডিত অংশ উদ্ধার করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ দু’টি একটি ট্রলি ব্যাগের ভেতরে এবং আরেকটি স্কুলব্যাগে পাওয়া যায়। উদ্ধারকৃত খণ্ডিত অংশ নারী না পুরুষের তা বোঝা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি কোনো পুরুষের দেহের অংশ হবে।
তিনি জানান. উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশ দু’টি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।