আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকে বসছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। গুলশানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।
জোট সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকার জন্য জোটের শরিক দলগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোট সমন্বয়ক নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা রয়েছে।
সূত্রমতে, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় নেতারা আলোচনা করবেন। এছাড়া নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের বিষয়ে জোটের অবস্থান কি হবে, তা নিয়েও আলোচনা হতে পারে।
জোটের শরিকরা জানিয়েছে, ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টে রয়েছে। অন্য দলগুলো এ জোটে না থাকায় শরিকদের ভূমিকা কি হবে, তা বিএনপির কাছে জানতে চাওয়া হবে।
জানা গেছে, জাতীয় ঐক্যফন্টে বিএনপির যুক্ত হওয়া নিয়ে ২০ দলীয় জোটের কয়েকটি দলের আপত্তি ছিল। এ নিয়ে প্রকাশ্যে মতামতও দিতে দেখা গেছে একাধিক দলের শীর্ষ নেতাদের। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হতে পারে। এছাড়াও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে জোট শরিকদের।
প্রসঙ্গত, এর আগে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়। ওই দিন সন্ধ্যায় নব গঠিত জাতীয় ঐক্যফন্ট আত্মপ্রকাশ করে।