সোনারগাঁয়ে এবারে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ৮৩১৯ জন
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। উপজেলায় এ বছর জেএসসি, জে,এসসি (ভোকেশনাল)ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৩১৯জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যে, সোনারগাঁ উপজেলায় এ বছর জেএসসি/জেডিসি, ভোকেশনাল ও ভ্যানু কেন্দ্র সহ ১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৮৫জন, কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৬৯ জন, সিনহা উচ্চ বিদ্যালয় ভ্যানু কেন্দ্রে ১১৩৭ জন, মহজমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪৮জন, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন কেন্দ্রে ৬০১ জন, কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় ভ্যানু কেন্দ্রে ৯৪৩ জন, সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন এন্ড কলেজ কেন্দ্রে ৭৩৩ জন, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৮ জন, তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৭০ জন, কলতাপাড়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ২৫০ জন এবং ভোকেশনালের বৈদ্যেরবাজার এন এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩১ জন,হোসেনপুর এস পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ৭৯ জন এবং সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা সাইফুল ইসলাম প্রধান বলেন,সোনারগাঁয়ে সুন্দরভাবে জেএসসি,জেডিসি পরীক্ষা পরিচালনার সকল ব্যবস্হা গ্রহন করা হয়েছে।এর পূর্বে গত ২৯ অক্টোবরে জেএসসি ও জেডিসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।সেখানে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।