সোনারগাঁয়ে চলতি দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দুদিন ব্যাপি ওরিয়েন্টেশন শুরু
নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য চলতি দ্বায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দুদিন ব্যাপি লিডারশীপ ওরিয়েন্টশন কোর্স আজ শুরু হয়েছে। সোনারগাঁ উপজেলা রিসোর্স সেন্টারে আজ উদ্ভোধনী দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার শাহীনুর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মাদ আলী মন্টু,ভট্টপুর মডেল সপ্রাবি সভাপতি আবু নঈম ইকবাল। উপজেলা শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন কোর্সের প্রশিক্ষক হিসাবে যুক্ত আছেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা আক্তার।সোনারগাঁয়ে সদ্য চলতি দ্বায়িতপ্রাপ্ত ৩৬ জন প্রধান শিক্ষক এ ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহন করেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শাহীনুর ইসলাম বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। মানসম্মত প্রাথমিক নিশ্চিত করার লক্ষ্যে আপনারা সঠিকভাবে দ্বায়িত্বপালন করবেন।প্রশিক্ষনে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারনা প্রদানসহ মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রসারের শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার