সোনারগাঁয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২০১৭ সালের প্রাথমিক সমাপনী বৃত্তিপ্রাপ্ত ২০৯ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।আজ ৩০ অক্টোবর, মঙ্গলবার বিকালে উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু নাঈম ইকবাল, উপজেলা ইন্সট্রাক্টর নাসরিন জাহান পপি, কাউন্সিলর জায়েদা আক্তার মনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষকবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ৯২ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ও ১১৭ সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ট ৫জন ব্যক্তিকেও সংবর্ধনা প্রদান করা হয়।