স্বরচিত ছড়া কবিতা পাঠ, আবৃত্তি আলোচনা ও গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আজ ২৬ অক্টোবর ২০১৮ খ্রি: শুক্রবার চাঁদের হাসির ৫ম সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা। ২৩ নং গোলাপবাগ এ বিকেলের আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেধাবী প্রতিবন্ধী লেখক মোঃ মোস্তফা কামাল। বিশিষ্ট ছড়াকার শিশুসাহিত্যিক মানসুর মুজাম্মিল এর সঞ্চালনায় ছড়া কবিতা পাঠ করেন মিলা আফরীন,মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম খান,সাঈদ জোবায়ের, তানজিলা জাহান,নুসরাত জাহান,কোহিনুর বেগম,রোজিনা খাতুন,অাজমেরী খাতুন,আর্জিনা,জেরিন, রহিত সায়েম প্রমূখ। আলোচনা করেন মুর্শিদা হক।
বিশেষ অতিথি হিসেবে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী সৈয়দ মোঃ মেহেদী হাসান। আড্ডায় সভাপতিত্ব করেন চাঁদের হাসির প্রতিষ্ঠাতা ও ছড়াকার ফরিদুল হক রেন্টু।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার