২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টির একাংশ। এমদাদুল হক চৌধুরী ও হামদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বাধীন এ অংশের নেতারা জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নামে ১/১১-এর কুশিলবদের অপতৎপরতা ও ২০ দলীয় জোটকে অকার্যকর করার প্রতিবাদে আমরা জোট ত্যাগের এই সিন্ধান্ত নিয়েছি।
শুক্রবার সকালে লেবার পার্টির এই অংশের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর বাংলাদেশ লেবার পার্টি ভেঙে যায়। দলের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয় ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে। তবে পাল্টা দলের মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীকেও বহিষ্কার করেন ডা. ইরান। এরপর থেকে দলটি দুই অংশে তাদের কার্যক্রম চালাচ্ছে।