উজ্জ্বল নক্ষত্রের আরেক নাম চিত্র নায়িকা সাদিয়া
এম এ মান্নান ভূঁইয়া ঃ
প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে, সে স্বপ্নকে ধরেই প্রত্যেকে নিজেদের অভীষ্ঠ লক্ষ্যে পৌছানোর চেষ্টা করে। সৃজনশীল ও মননে আন্তরিকভাবে ছোট বেলা থেকেই সাদিয়া নিজেকে সাংস্কৃতিক অঙ্গণে সম্পৃক্ত রেখে ইচ্ছা শক্তিকে জাগ্রত করার লক্ষ্যে নিজের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের মাধ্যমে ২০০০ সালে বিটিভির মঞ্চ নাটক ‘সোহাগী বাইদানীর ঘাটে’ প্রথম অভিনয়েই দর্শকের মন জয় করে উজ্জল তারকা চিত্র নায়িকা সাদিয়া। মেধা, বুদ্ধি ও যোগ্যতাসহ সর্বোপরি দর্শক মনোরঞ্জনের ক্ষেত্রে সমর্থ্য হতেই হবে এবং মার্জিত ও সিথিল পোশাকে নিজেকে সাবলীল ভাবে পর্দায় উপস্থাপন করে চলেছে চিত্র নায়িকা সাদিয়া। বড় পর্দায় আলোকিত ও আলোচিত নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মবিশ^াসী তিনি। জামালপুরের মেয়ে সাদিয়া রহমানের পিতা মমিনুর রহমান একজন কলেজ অধ্যাপক ছিলেন। তার প্রিয় মা নাজরিনা হোসেন বর্তমানে স্কুল শিক্ষকতা পেশায় রয়েছেন। দুই বোনের মধ্যে বড় হচ্ছে সাদিয়া। বিএ পাস করে শুধু অভিনয়ে নয় নিত্য পরিবেশন সহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০০৯ সালে গোয়ালিনী ফটো সুন্দরী প্রতিযোগিতায় সেরা হাস্যোজ্জ্বল এ্যাওয়ার্ড লাভ করে সাদিয়া। শিক্ষাগুরু মুক্তা আহমেদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে সদা হাস্যোজ্জ্বল সাদিয়া। প্রিয় ফুল গোলাপ ও গোলাপী রঙে নিজেকে রাঙাতে ভালোবাসেন। ভালোবাসেন অভিনয় ও মানসম্পন্ন রেস্টুরেন্টে খাওয়া। প্রেম মানে না কোন শাসন-বারণ ও গর্জন। প্রেম হচ্ছে অবিনশ^র এক স্বর্গীয় অনুভূতির নাম তাই তো সাদিয়া অভিনয়ের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে তৈরী করছেন। ২০০৭ সালে চিত্র নায়ক আমিন খানের সাথে জুটি বেঁধে বড় পর্দায় তার পথ চলা শুরু করেন। প্রথম ছবি ‘অবাধ্য সন্তান’ মুক্তি পেয়েই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দেওয়ান নাজমুল এর রচনা ও পরিচালনায় ‘সুয়োরানী দুয়োরানী’ এর টানা শুটিং চলছে। তবে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হচ্ছে- মেঘে ঢাকা ভালোবাসা, তুমি শুধু তুমি, ভবঘুরে ছাড়াও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নাটক ও টেলিফ্লিমে নিয়মিত অভিনয় করে আলো ছড়াচ্ছে সাদিয়া। আলোর সন্ধানে দুরন্ত অভিযানে সাদিয়া এই সময়ে উজ্জ্বল নক্ষত্র হিসেবে মানুষের মণিকোঠায় স্থান করে নিচ্ছে। অভিনেতা ও অভিনেত্রীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সাদিয়া তাদের কল্যাণে কিছু করতে চান। পথশিশুদের জন্য তার মন কাঁদে। তাইতো তিনি পথশিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং মানবতার সেবায় কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকলের আন্তরিক সহযোগিতা দোয়া ও ভালবাসায় পরিপূর্ণ হয়ে নিজেকে শক্তিশালী চিত্র নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সাদিয়া। চিত্র নায়িকা সাদিয়া বলেন যে আলো নিজের ভেতর লুকিয়ে আছে সে আলো ছড়িয়ে দাও, প্রকাশ কর, প্রকাশিত হও।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার