জাতীয় যুব দিবসে আবারও
জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসাবে
পুরস্কার পেলেন মান্নান ভূঁইয়া
ষ্টাফ রিপোর্টার ঃ জাতীয় যুব দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ ও সফল সংগঠন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া আবারও শত বাধা বিপত্তি পেরিয়ে বৃহস্পতিবার ১লা নভেম্বর দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে যুব পুরস্কার পেলেন। পুরস্কারটি তুলে দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল বারী।
জেগেছে যুব জেগেছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল বারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপ-পরিচালক আবুল হোসেন, উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বশির উদ্দিন, ডেপুটি কো-অর্ডিনেটর এ কে এম রোকসানুল ইসলাম, সহকারী পরিচালক সেলিমুর রহমান। অনুষ্ঠানে সফল ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে এম এ মান্নান ভূঁইয়ার হাতে জাতীয় যুব দিবসের পুরস্কারটি তুলে দেন অতিথিবৃন্দ। এ প্রসঙ্গে সমাজকর্মী ও সাংবাদিক এম এ মান্নান ভূঁইয়া তার অনুভূতি প্রকাশ করে বলেন, সামাজিক কাজ করতে গিয়ে মাদক সন্ত্রাসী দ্বারা হামলা-মামলার শিকার হয়েছি। এখনও আমাকে হয়রানী করার জন্য ষড়যন্ত্রকারীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তার পরও আমি পিছ পা হইনি। মহান আল্লাহর অশেষ রহমত ও মানুষের আন্তরিক ভালোবাসা এবং দোয়ায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই পর্যন্ত এসেছি। আমি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, আমাকে মূল্যায়ণ করে কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করেছে। সেই সাথে আমার এই পুরস্কার প্রাপ্তি মানব কল্যাণ পরিষদের সকল সদস্য ও নারায়ণগঞ্জবাসীর জন্য। জাতীয় যুব দিবস উপলক্ষ্যে মানব কল্যাণ পরিষদ একটি আনন্দ র্যালী বের করে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার