ব্লাড ফর নারায়ণগঞ্জ এর পানাম সিটিতে হয়ে গেলে মাসিক মিটিং
মিমরাজ হোসেন- ব্লাড ফর নারায়ণগঞ্জ নামক অনলাইনে সংগঠন প্রতি মাসের মত গতকাল পানাম সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলে মাসিক মিটিং।উক্ত মিটিং প্রথম সবার পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয়।মিটিং ব্লাড নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাই পলাশ চৌধুরী মিটিং টি পরিচালনা করে। মিটিং এর মূল আলোচনা ছিলো রক্তদান নিয়ো।কিসের জন্য রক্ত দান করবো কোনে আমরা রক্ত দান করি এই সমন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ব্লাড ফর নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। উক্ত সংগঠনের সদস্য সফিকুল অকন নিজের প্রথম রক্তদানের আলোচনা করেন। নাহিদ ভূঁইয়া নিজের ব্লাডের প্রয়োজনীয়তা সমন্ধে নিজের একটি বাস্তব অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন।পলাশ চৌধুরী সবাই সচেতন করার জন্য দিকনির্দেশনা দেন তিনি বলেন গর্ভবতী মাকে সচেতন করা জন্য। সবাইকে উদেশ্য করে বলেন রক্তদানের আহ্বান সবার ব্ন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে। সবার ফোনবুকে নামের সাথে ব্লাড গ্রুপ লিখে রাখতে।আরো উপস্হিত ছিলো অমিত,আ:হান্নান,সুমন মালিকী,আয়েশা,সাবরিনা,ফারজানা,জয়া।
উলেখ্য যে ২০১৭ সালের ২০মে ১৫ জন তরুন সদস্য নিয়ে ব্লাড ফর নারায়ণগঞ্জ পদযাত্রা শুরু হয়।ব্লাড ফর নারায়ণগঞ্জ মূল স্লোগান হলে রক্তের বন্ধনে,জীবনের আহ্বানে। তাদের মূল উদেশ্য রক্তে দানে সবাই সচেতন করা ও রক্তদাতা তৈরী করা।