ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে দুর্বৃত্তদের বোমা হামলায় রমাগঞ্জ যুবলীগের ও লর্ডহার্ডিঞ্জ শ্রমিক লীগের ৬ নেতাকর্মী আহত হয়েছে।লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাদ বাজারের উত্তর পাশে গত মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, লালমোহন উপজেলা যুবলীগের কার্যালয়ে জরুরি সভা শেষে নিজ এলাকায় ফিরছিলেন তারা। ফেরার পথে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাদ বাজারের পূর্বপাশে যুবলীগ দলের ওপর দুর্বৃত্তরা অতর্কিত বোমা হামলা চালায়। এ হামলায় আহত হন রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোসলে উদ্দিন মুসা, সাংগঠনিক সম্পাদক রুবেল শিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজান, সাংগঠনিক সম্পাদক নিরব, রমাগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সেক্রেটারি মো. হান্নান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. মাকসুদ। আহতদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতালে আহতদের দেখতে আসেন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন, রমাগঞ্জ ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি মো. জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবলীগের সহসভাপতি বদিউজ্জামাল বাদল, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মঞ্জু, সাহাবুদ্দিন প্রমুখ।
এ হামলার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে লালমোহন থানা সূত্র জানায়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার