রিপোর্ট : চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) এবং চাঁদপুর-২ ফরিদগঞ্জ আসনের আরো দু’জন পেলো নৌকার মনোনয়ন। মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষতির মনোনয়পত্র তাঁরা গ্রহণ করেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণে) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূরুল আমিন রুহুল।
অন্যদিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রসঙ্গত, গত রোববার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চূড়ান্ত প্রার্থী দেয়া হয়েছে।
এসব প্রার্থীদের দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি প্রদান করা হয়।
আওয়ামী লীগ থেকে মনোনীতরা হচ্ছেন: চাঁদপুর-১ (কচুয়া) আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) মোফজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
এদিকে চাঁদপুর-১ আসনে দুই জনকেই চিঠি দেয়া হয়েছে। ড. মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেন চিঠি পেয়েছেন।
আর ৫ জন মনোনীত প্রার্থীর মধ্যে ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া ছাড়া বাকী ৪ জনই সাবেক ও বর্তমান মন্ত্রী।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার