রোববার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট
রিপোর্টার: মোঃ সবুজ হোসেন
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে দুই দিনের পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সারা দেশে পরিবহন শ্রমিকরা কাজে যোগ দেবে না বলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী জানিয়েছেন।
সকাল বিডি ডটকমকে তিনি বলেন, প্রায় একমাস আগে এসব দাবি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তারা। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাননি।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।
এর মধ্যে জামিন অযোগ্য ধারা বাতিল করে জামিন যোগ্য করা শ্রমিকদের মূল দাবি জানিয়ে ওসমান আলী বলেন, দুর্ঘটনা জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয় এমন নজির কোথাও নেই। এছাড়া দুর্ঘটনার জন্য চালকের পক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়া সম্ভব নয়।