নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী আখি আক্তার হত্যার বিচারের জন্য স্থানীয় এলাকাবাসীসহ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকাবাসী মানববন্ধন করেন।
অভিযুক্ত অপরাধী সাকিবকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করা হয় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় গেটের সামনে গ্রাজুয়েট ফাউন্ডেশন সোনারগাঁয়ের আয়োজিত এ মানব বন্ধনে।
নিহত স্কুলছাত্রীর আত্মহত্যার পথ বেছে নেয়ার জন্য দায়ী সাকিব। তাকে ইতিপূর্বে আখির উপর নির্যাতন ও তাকে উত্যক্ত করার অভিযোগে আদালত ১৫ দিনের বিনাশ্রম দণ্ড প্রদান করেন।
পরবর্তীতে সাকিব জেল থেকে ছাড়া পেয়ে পুর্বের চেয়ে আরো বহুগুন বেশী আখিকে নির্যাতন চালাতে থাকে।
অতিরিক্ত এ যন্ত্রনা সইতে না পেরে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এ ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়।
গ্রাজুয়েট ফাউন্ডেশন এর আয়োজনে মানব বন্ধনে অংশ নেয়া সকলেই বলেছেন এটি একটি আত্মহত্যা নয়। এটি একটি হত্যা।
আজকে আখি এর স্বীকার হয়েছে কালকে আরেকজন হবে।
যদি এর কঠোরতম সাজা না হয় তবে এরকম অন্যায়ের পরিমান বেড়ে যাবে।
এসব অপরাধ বন্ধের জন্য অভিযুক্ত সাকিবকে আইনের আওতায় এনে কঠিনতম শাস্তি দিতে হবে।
উল্লেখ্য যে, গত ১ নভেম্বর সোনারগাঁ এর সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আখি আক্তার একই ইউপির নানাখী গ্রামের বখাটে সাকিবের অত্যাচারে অতিষ্ট হয়ে আত্মহত্যা করে।
এর আগে আখির উপর শারীরীক অত্যাচারের দায়ে সাকিবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।