আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
মোঃ জিয়াউর রহমান, আড়াইহাজার।
ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগী মনোভাব সৃষ্টির লক্ষ্যে এবং মেধাবীদের খুঁজে বের করতে আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা আজ ১৫/১২/২০১৮ খ্রি. তারিখে একযুগে উপজেলাস্থ ২ টি কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। ট্যালেন্টপুল ও সাধারণ দুই ক্যাটাগরিতে বৃত্তি নির্ধারণ করা হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রীয়ভাবে উপজেলায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্বোধনা ও পুরস্কৃত করা হয়। এবার মোট ২৫ টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম মুকুল বলেন আমরা ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও প্রতিযোগী মনোভাব গড়ে তুলতে এবং সত্যিকারের মেধাবীদের খুঁজে বের আনার প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় ক্ষুদে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে পরীক্ষা দিচ্ছে ও কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ কেন্দ্রের পাশে নির্ধারিত স্থানে অপেক্ষা করছে। তাঁরা বলেন আমরা এধরণের সৃষ্টিশীল ভালো উদ্যোগকে স্বাগত জানাই। ভবিষ্যতে এই প্রতিযোগিতামুলক পরীক্ষার ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহ্বান করছি।