বিদেশ পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলকারী বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী আব্দুল কাদের জিলানীকে (৪৮) পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার রাত ৮টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
আব্দুল কাদের জিলানী ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে এবং বিএনএফের কেন্দ্রীয় কমিটির সদস্য।
পুলিশ জানায়, আব্দুল কাদের জিলানী এক সময় আদম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। লোকজনকে বিদেশ পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৫ সালে নওগাঁ সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। পরে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু আব্দুল কাদের জিলানী আত্মগোপন করেন এবং পরে ঢাকায় বসবাস শুরু করেন।
স্থানীয় এলাকাবাসী জানায়, নির্বাচনে অংশগ্রহণের জন্য আব্দুল কাদের জিলানী কিছুদিন আগে এলাকায় যাতায়াত শুরু করেন। এক পর্যায়ে তিনি বগুড়া-৩ আসন থেকে নির্বাচনের জন্য বিএনএফ নামে একটি দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তা সহকারী রিটার্নিং কার্যালয়ে তা দাখিলও করেন।
বগুড়ার আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, আব্দুল কাদের জিলানী ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার