মো. সাইফুল ইসলাম*ভোলা:'আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ৩০শে ডিসেম্বর উপলক্ষে সারাদেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। সারাদেশ ব্যাপী এই শুরু হয়েছে প্রচার-প্রচারণা এর পাশাপাশি ভোলা জেলাও থেমে নেই প্রচার প্রচারণা। সব জেলায় ই মনোনয়ন পেয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা বিএনপি, আওয়ামী লিগ ও চরমোনাই থেকে মনোনয়ন পেয়েছেন এসব নেতাকর্মীরা। চরমোনাই ইসলামিক স্বাসনতন্ত্র হাত পাখা প্রতিক থেকে ভোলা ১-আসন মনোনয়ন পেয়েছেন মুফতি ইয়াসিন নবীপুরী। ১৯ ডিসেম্বর বুধবার তার সমর্থনের মাধ্যমে একটি মিছিল বের করেন।এসময় তারা গাড়িতে করে হাত পাখা ঝুলিয়ে সম্পুর্ন উপজেলা ভ্রমন করেন এবং প্রচার প্রচারণা চালান। দলটির নেতাকর্মীরা জানান তাদের যদি নির্বাচনে জয়ী করা হয় তবে তারা ন্যায় নীতি সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং এর পাশাপাশি বেকারত্ব দূর করে তার পাশাপাশি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সহায়তা চেয়েছেন। এর পাশাপাশি তারা আরো জানান যে যদি তারা নির্বাচনে জয়ী হতে পারেন তবে অবশ্যই বেকারদের পাশে দাঁড়াবেন এবং তাদের উন্নয়নের জন্য সচেষ্ট হবেন।দলটি জানান যদি তারা নির্বাচিত হতে পারেন তবে মুখোশধারী লোকদের মুখোশ উন্মোচন করে দেবেন যাতে করে দুর্নীতির বন্ধ হয়ে যায় এবং উন্নয়নের দ্বার খুলে যায়। এছাড়া ভোলা ১ আসন থেকে ধানের শীষ থেকে মনোনয়ন প্রাপ্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ গোলাম নবী আলমগীর। তার পাশাপাশি নৌকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাণিজ্যমন্ত্রী মোঃ তোফায়েল আহমেদ। ইতিমধ্যে সবগুলো দল তাদের প্রচার প্রচারণা সম্পূর্ণ ভাবে শুরু করে দিয়েছে। এদের মধ্যে কয়েকটি দল আবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এর পাশাপাশি ব্যানার পোষ্টার সাইনবোর্ড ইত্যাদি দিয়ে প্রচার প্রচারনা চালানো হচ্ছে। এখন ভোটের হাওয়ার সাথে সাথে বাংলাদেশের ৬৪ জেলার সাথে এই জেলাটিতে ও বইছে নির্বাচনের অদম্য হাওয়া।সময়ের সাথে সাথে বলে দেবে কে হবে এই আসনের যোগ্য প্রার্থী। তা প্রমাণ হতে এখন শুধু সময়ের ব্যাপার।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার