মো.সাইফুল ইসলাম#ভোলা: ভোলা সদর উপজেলায় দেখা দিয়েছে ঘুরতে যাওয়া জায়গার সংকট।ঘোরার জন্য তেমন কোন বিশেষ ভালো স্থান নেই। তবে রয়েছে একটি পুকুর। ভোলা সদর উপজেলা পৌরসভার পাশে অবস্থিত পৌর পুকুরটি। পুকুরটি দেখতে আয়তাকার এবং তলা পাকা করে উঠানো।পুকুরের পারও পাকা করে টাইলস দ্বারা তৈরী এবং সাথে কিছু রংবেরঙ্গের বাতি লাগানো।এর পাশাপাশি কিছু পুকুরের মাঝখানে দাঁড়ানো রয়েছে একটি স্টীলের তৈরী বকের স্ট্যাচু এবং রয়েছে কতগুলো ফোয়ারা যেখানে পানি ছিটানো হয় । রয়েছে কতগুলো বেঞ্চ। ভোলা সদরের আওতার মানুষগুলো অবসর সময় এখানে কাটায়। এছাড়া পুকুরে রয়েছে নানা রঙবেরঙের মাছ, সাতার কেটে বেড়ায় দল বেঁধে এরা।তবে এরা ভ্রমণকারীদের অনেক আনন্দ দেয়। অন্য কোন ঘোরার জায়গা না থাকায় পরিবার নিয়ে তারা এখানে ভিড় জমায়। ভোলা সদর উপজেলার চরনোয়াবাদে অবস্থিত একটি শিশু পার্ক। কিছুকাল আগেও চালু ছিল তবে সেটি এখন চালু নেই।কি কারণে সেটি বন্ধ গেছে কেউ কিছু বলতে পারছেন না তবে তার ভিতরে এখন বড় বড় বন জঙ্গল এবং দেয়াল গুল্ম জাতীয় উদ্ভিদ জরিয়ে রয়েছে। তাই অবসর সময় কাটানোর জন্য তারা পৌর পুকুরে এসে সময় ব্যায় করছে। প্রথমত এই পুকুরের পানি অনেক ভালো ছিল কিন্তু তলায় পাকা করার ফলে পানি মাটির কোন সংস্পর্শে যেতে পারে না ফলে পানির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বর্তমানে পুকুরে পানি অনেকটা কালো রঙ্গের আকার ধারণ করছে এবং অনেক মশার জন্ম নিয়েছে।যার কারণে ভ্রমণকারীদের মশার কামড় খেতে হচ্ছে। ভোলা সদরে পর্যাপ্ত পরিমাণ ঘুরতে যাওয়ার জায়গার অভাবে এই স্থানটিকে বেছে নিতে হচ্ছে তাদের। আরো কিছু ঘোরার এরকম জায়গা থাকলে অবশ্যই ভালো হত তাদের।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার