প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৭:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০১৯, ১১:১৩ অপরাহ্ন
লিয়াকত হোসেন খোকা এমপি কে বাংলাদেশ প্রাঃবিঃসহকারি শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার অভিনন্দন জ্ঞাপন
লিয়াকত হোসেন খোকা এমপি কে বাংলাদেশ প্রাঃবিঃসহকারি শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার অভিনন্দন জ্ঞাপন
নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ এর নবনির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ২য় বারের মতো বিপুল ভোটে নিবার্চিত হওয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সোনারগাঁ শাখা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
৬ জানুয়ারী রবিবার সন্ধ্যায় মোগড়াপাড়াস্হ জাতীয় পাটির কার্যালয়ে উপস্হিত হয়ে এমপি লিয়াকত হোসেন খোকাকে অভিনন্দন জানানো হয়। এসময় লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, সোনারগাঁ উপজেলার শিক্ষার মানন্নোয়নে আমি সবসময় আপনাদের পাশে আছি।বিগত পাঁচ বছরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছি।প্রায় ৭০ টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মান করছি।এছাড়া প্রায় ৩০ টি বিদ্যালয়ে নতুন ভবন তৈরি করে দিয়েছি।তিনি আরো বলেন,সোনারগাঁয়ের প্রাথমিক বিদ্যালয়ের বদলী বানিজ্য রোধ সহ সকল দূর্নীতি রুখতে আমি বদ্ধপরিকর। আমার সোনারগাঁকে শিক্ষার মডেল উপজেলায় পরিণত করতে চাই।এ মহান কাজে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।এসময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার সভাপতি আব্দুর রহিম, সিনিয়র সভাপতি ফরিদা ইয়াসমিন ও আরিফ উদ্দিন, সাধারন সম্পাদক তৈয়বুর রহমান,সাংগঠনিক সম্পাদক হালিম মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া প্রধান শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সিনিয়র সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক জাবেদ মিয়া সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার
সর্বস্বত্ত সংরক্ষিত @ সকালবিডি ২৪ ডট কম । বিনা অনুমতিতে লেখা কপি বেআইনি