সোনারগাঁয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (৯ জানুয়ারী) বুধবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল থেকে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিযোগিতা করেছে। খেলা শেষে সন্ধ্যায় সকল বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উৎসবমূখর পরিবেশে প্রতিটা ইভেন্টে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে খেলাধুলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম,উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নাছিমা আক্তার,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল,উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ও মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সরকারসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ। শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতা খেলায় বিজয়ী হয় মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ ও ভলিবল বালিকা বিজয়ী চৌধূরীগাঁও উচ্চ বিদ্যালয়। এ বছর উপজেলার ৩০টি বিদ্যালয় ও ১০টি মাদ্রাসার শিক্ষার্থীরা খেলায় অংশগ্রহন করেছে। খেলা শেষে প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।