রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালের ইন্টার্নচিকিৎসক ডা. জোবায়ের মাহমুদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তৃতীয় তলার পেডিয়াট্রিক্স ও গাইনি বিভাগের স্টোররুম থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারি কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল আঙিনা। সঙ্গে সঙ্গেইবিচ্ছিন্ন হয়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।
স্থানীয়রা জানান, আগুন লাগার খবরে আতঙ্কিত রোগীরা দলে দলে বেরিয়ে আসতে থাকেন। এছাড়ামুমূর্ষু রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন নেভাতে তাদের ১০টি ইউনিট কাজ করছে।তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার