. . . . . . . কলম খেকো
সারফারাজ ইউসুফ
বেশ তো কলম খেকোরাই আজ দাপটে
তবে তুমি নও।
তোমার কলমের খঞ্জরে মরীচিকার স্রোত
দামামা নেই হৃদপিন্ডে
বিড়ালের গলে ঘন্টা বেঁধে করেছো মহৎ কাজ
চেয়ে দেখ,
খোলা আসমানে লেখা হলো তোমার আমলনামা।
হস্তে নিয়ে শাণিত অস্ত্র বেমানান প্রতিবন্ধী
কপাটের গায়ে লিখে রাখা মিথ্যা সংবিধান
আর সকালে প্রণাম ছুড়ো এ বিশ্বে
হার মানিয়েছো দেবদাস কে
তবে কালির মূল্য দেবে কি শ্রষ্টা?
দেখো, ওরা কাঁদছে লোহিত স্রোতে
এর দায় নিবে কে?
কলমে কলমে যদি যুদ্ধ না হয়
তবে হাতে চুড়ি পড়ো, বাসর ঘরে
ওরা এঁকে যাক
সাদা কাগজে যত খুশি সীমানা।
আমরা সবাই নিরব পোষ্টার
পুরানো পোষ্টারের গা না শুকাতেই নতুন পোষ্টার
তবে ওদের থামাবে কে?
হাজার চক্ষু বৃষ্টি হয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়
বুটের তলদেশে,
দাদা জিব ঝুলিয়ে রেখেছি রক্ত ঢেলে দে
খুব তৃষ্ণা পেয়েছে
গরম রক্তের শরম নাই।
ওরা দেহের ওজনে ঘুষ নেবে
মশাই টাকায় চাকা চলে
পিন চলে হাতের ঘূর্ণিতে
কলম চলে সেথায়,পাশ্চাত্য মহল যেথায়।
সুধী সমাজ,
ওরে তবে তোর হাতে কেন দিলাম এ সমাজ
বুদ্ধিজীবি,লেখক সমাজ,সাংবাদিক তোরা আজ
বদ্ধ গোলক ধাঁধাঁয়।
কলম খেকোর সভায়
সবাই ডুবু ডুবু,
এই যে বেশি চেচাস না, ঢেকুর দেবো তলিয়ে যাবি
ছায়া -প্রতিচ্ছায়ায়।
আজ কান্ডারির হাতিয়ার কে নেবে?
কে এঁকে দিবে টাক মাথায় বাংলার মান চিত্র?
তাই কালির মূল্য নয় কাগজের মূল্য চাই
শিমুল তলার জনসভায়।
কলমে জনম, কলমে নিপাত,
যদি চাও কালকের সমাজ পাল্টে দাও।
তোমার কলমে কি অন্যায় খায় না?
তবে কি সৎ কলমে কালি কম?
গরিবের মাথায় শ্যাওলা ধরা
সুশীল সমাজ কালো চশমা পড়া।
জেনে নাও
তুমি ভবিষ্যত, তুমি হুংকার,তুমি বিজয় কেতন
জিব টেনে কানে চড় মেরে বলে দাও
কলম দাড়া করলে তোদের ছোট লাগে
তাই জমিন নেব না , পদোমাটি দে।
প্রকাশক তানজির আহম্মেদ সানি তপদার
- 01515687900
বিস্তৃত, মনোমুগ্ধকর, অসাধার লেখাগুলো😍